ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম: ডাচ বাংলা ব্যাংক বিভিন্ন রকম লোন সার্ভিস রয়েছে। যেমন ডাচ বাংলা ব্যাংক হোম লোম, ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন এবং ডাচ বাংলা ব্যাংক কার লোন। ডাচ বাংলা ব্যাংকের একজন গ্রাহক হিসেবে আপনি উল্লেখিত যেকোনো লোন আপনার সুবিধামতো নিতে পারবেন। কোন ক্ষেত্রে এই লোন সুবিধা পাবেন তা অবশ্যই আপনার জানা প্রয়োজন।
ডাচ বাংলা ব্যাংক বর্তমান ভিন্ন ভিন্ন ক্যাটাগরি জন্য ভিন্ন ভিন্ন রকমের লোন সেবা চালু রয়েছে। আপনি উক্ত তিন ক্যাটাগরি থেকে নিজের প্রয়োজন অনুযায়ী লোন দিতে পারবেন। তাহলে দেখে নিন কিভাবে লোনের জন্য আবেদন করবেন এবং ডাচ বাংলা ব্যাংক এই লোন থেকে কত টাকা নিতে পারবেন ও কি কি সুবিধা পাওয়া যাবে।
ডাচ বাংলা ব্যাংক থেকে খুব সবজেই অল্প সুদে যখন প্রযোজনা তখন লোন পাওয়া যায়। প্রয়োজনীয় বৈধ ডকুমেন্টস দেখিয়ে যেকোনো ব্যক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারে। বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংক এ লোনের জন্য অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে।
ব্যাংক এর বিভিন্ন লোন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। সঠিক তথ্য জেনে আপনিও ডাচ বাংলা ব্যাংক লোন এর জন্য আবেদন করতে পারেন। বৈধ ডকুমেন্টস দেখিয় খুব সহজেই লোন পেয়ে যাবেন।
ডাচ বাংলা ব্যাংক হোম লোন
লোনের পরিমাণ: সর্বোচ্চ ২.০০ কোটি টাকা
অন্য যে কোনো আর্থিক বা ব্যাংক থেকে টেক ওভারের সুবিধা।
যেসকল প্রয়োজনে লোন নিতে পারবেন: বাড়ি ক্রয়, নির্মাণ, বর্ধিতকরণ, সংস্কার ইত্যাদি প্রয়োজনে।
উপজেলা, পৌরসভা, জেলা, সিটি কর্পোরেশন সহ যেকোনো স্থানে বাড়ি ক্রয়/নির্মাণের জন্য।
ডাচ বাংলা ব্যাংক কার লোন
আপনি যদি কার/ গাড়ি কেনার কথা ভাবেন আর তাঁর জন্য যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে কার/ গাড়ি কেনার জন্য এ লোন নিতে পারেন।
লোনের পরিমাণ: সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা
সুদের হার: ৮ শতাংশ
রিফাইন্যান্স সুবিধা (রেজিস্টার্ড গাড়ির বিপরীতে ঋণ প্রদান)
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন
লোনের পরিমাণ: সর্বোচ্চ ২০ লক্ষ টাকা
অন্য যে কোনো আর্থিক বা ব্যাংক থেকে টেক ওভারের সুবিধা।
সুদের হার: ৮ শতাংশ।
সহজ কিছু শর্তাবলী
নিম্নোক্ত আয়/ পেশায় নিয়োজিত ব্যক্তি উপরোক্ত এই তিন ক্যাটাগরিতে লোন নিতে পারবে।
- চাকুরী
- ব্যবসা
- বাড়ি ভাড়া থেকে আয়
- পেশাজীবি (ডাক্তার, প্রকৌশলী, চার্টার্ড একাউন্টেন্ট ইত্যাদি)
- অন্যান্য বৈধ ও গ্রহণযোগ্য পেশা / আয়ের উৎস থাকলে লোনের জন্য আবেদন করতে পারবেন।
লোন গ্রহণকারী বয়স সর্বনিম্নঃ ১৮ বছর ( ঋণ আবেদনের সময়ে ) এবং সর্বোচ্চঃ লোন গ্রহণকারী গ্রাহকের অবসর গ্রহণের সময়কাল (চাকুরিজীবিদের ক্ষেত্রে ) অথবা ৭০ বছর বয়স (যা পূর্বে আগত তা প্রযোজ্য হবে ) হবার পূর্বে ঋণের মেয়াদ সম্পন্ন হতে হবে ।
লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র—
- জাতীয় পরিচয়পত্র
- সদ্য তোলা ১ কপি রঙিন ছবি
- ব্যাংক স্টেটমেন্ট (ন্যূনতম ৬ মাস)
- আয় এবং পেশার প্রমাণাদি: - চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস পরিচয়পত্র এবং লেটার অফ ইন্ট্রোডাকশন / পে - স্লিপ / বেতন সনদ / নিয়োগপত্র ইত্যাদি
- পেশাজীবিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রীর সনদ।
- বাড়ির মালিকদের ক্ষেত্রে বাড়ির মালিকানার দলিলাদি এবং ভাড়া প্রাপ্তির রশিদ / ভাড়াটিয়ার সাথে চুক্তিপত্র ইত্যাদি।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
- আয়কর প্রদান সম্পর্কিত গ্রহণযোগ্য কাগজ পত্রাদি
- প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি ও জামানত ( প্রযোজ্য ক্ষেত্রে )
ডাচ বাংলা ব্যাংকের লোন সুবিধা
- দেশব্যাপী বিস্তৃত শাখা, উপশাখা, এটিএম, ফাস্ট ট্র্যাক, মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সুবিধা।
- দেশের যেকোনো প্রান্ত থেকে ঋণ গ্রহণ ও কিস্তির টাকা পরিশোধের সুবিধা।
- ডাচ্ - বাংলা ব্যাংক ওয়েব সাইটের মাধ্যমে লোন আবেদন করার সুবিধা।
- সুবিধাজনক মেয়াদ লোনের টাকা পরিশোধ।
উক্ত খাত ছাড়াও ডাচ বাংলা ব্যাংক বিভিন্ন খাতে লোন দিয়ে থাকে আপনি চাইলে সেসব লোন সুবিধা নিতে পারেন। ব্যবসায় লোন, শিক্ষা লোন, স্যালারি লোন, প্রবাসী লোন ইত্যাদি লোন প্রদান কার্যক্রম চালু রয়েছে।