রিয়েলমি সি ৫১ মোবাইল দাম কত
রিয়েলমি দেশের বাজারে নিয়ে এসেছে সি ৫১ মডেলের নতুন মোবাইল। Realme C51 মোবাইলে হাই রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারন করার সুবিধা রয়েছে। মোবাইলটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ একটি ডেপ্থ ৫ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে সহজেই হাই রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। রিয়েলমি বাংলাদেশের বাজারে বাজেট-ফ্রেন্ডলি C-সিরিজের অধীনে Realme C51 নামে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে।
realme c51 price in bangladesh
Realme C51 ফোনে 4GB র্যাম ( আপমি চাইলে আরও 4GB র্যাম সংযুক্ত করতে পারবেন) এবং 64 জিবি স্টোরেজ পাওয়া যায়। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
Realme C51 সারসংক্ষেপ স্পেসিফিকেশন-
- কোম্পানির নাম: Realme
- মডেল: Realme C51
- কালার: Mint Green & Carbon Black
- ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি
- দাম: ১৫,৯৯৯ টাকা
- অপারেটিং সিস্টেম: Android 13
- প্রসেসর: Octa-core 1.8 GHz Cortex
- র্যাম ও রোম: ৪ জিপি র্যাম ও ৬৪ জিপি রোম।
- ডুয়েল সিম 2G, 3G, 4G নেটওয়ার্ক
- ব্যাটারি: Li-Po 5000 mAh
- ক্যামেরা: ব্যাক সাইটে ৫০ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
Realme C51 ফোনটি তে আরও থাকছে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা যা জন্য আপনার ফোনে মাত্র ২৮ মিনিটে ৫০℅ চার্জ করা সম্ভব হবে। সি টাইপ চার্জার, ফিঙ্গার লক সুবিধা। ব্যাটারি ব্যাকাআপ পাওয়া যাবে দীর্ঘ সময়। 5000 mAh ব্যাটারি থাকায় একবার চার্জে দিয়ে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। অনলাইন গেমস, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা যাবে দ্বিধা হীন ভাবে।
এই মোবাইলটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি সাইজের ডিসপ্লে। যার মধ্যে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে আছে ১৮০ হার্জ রিফ্রেশ রেট । সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হবে না।
Realme C51 ফোন সম্পর্কে প্রশ্ন ও উত্তর—
প্রশ্ন: Realme C51 মোবাইল কী কী কালার আছে?
উত্তর: বর্তমানে Realme C51 মোবাইলটি দুটি কালারে পাওয়া যাচ্ছে: Mint Green & Carbon Black
প্রশ্ন: Realme C51 মোবাইলের র্যাম কত?
উত্তর: ৪ জিবি র্যাম।
প্রশ্ন: Realme C51 মোবাইলের রোম কত?
উত্তর: Realme C51 মোবাইলটি তে রয়েছে ৬৪ জিবি রোম।
প্রশ্ন: Realme C51 মোবাইলের দাম কত?
উত্তর: মূল্য মাত্র ১৫,৯৯৯ টাকা।
প্রশ্ন: Realme C51 মোবাইল কি ওয়াটার প্রভু?
উত্তর: মোবাইলটি ওয়াটার প্রভু না।
প্রশ্ন: মোবাইল কবে থেকে পাওয়া যাবে?
উত্তর: দেশের প্রতিটি শো-রুমে ৩ সেপ্টম্বর ২০২৩ থেকে পাওয়া যাবে।