মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশিত হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর। সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

সরকারি-বেসরকারকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যোগ দেয়া যাবে।

নিম্নবর্ণিত মেরিটাইম শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৩-২০২৪ সালে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

মেরিন একাডেমির নাম, তালিকা ও আসন সংখ্যা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমুহঃ
  •  বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যাঃ পুরুষ - ১৬০ জন ও মহিলা – ২০ জন)
  •  বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন সংখ্যাঃ পুরুষ ৭০ জন)
  •  বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যাঃ পুরুষ – ৭০ জন)
  •  বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যাঃ পুরুষ ৭০ জন)
  •  বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (আসন সংখ্যাঃ পুরুষ ৭০ জন)
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানঃ 
  • মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যাঃ পুরুষ – ৭০ জন ও মহিলা - ১০ জন) 

নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমুহঃ 
  • ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যাঃ পুরুষ ৮০ জন)
  • ওয়েস্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যাঃ পুরুষ - ৫০ জন)
  • মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যাঃ পুরুষ ৪৪ জন)।
বিঃদ্রঃ প্ৰয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম বেশি করতে পারে ।

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২৩-২০২৪


অনলাইন আবেদন পদ্ধতিঃ নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ( www.dos.gov.bd ) এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে । আবেদন করতে কোন সমস্যা হলে doscadet.solutionart.net এর মাধ্যমেও আবেদন করা যাবে । আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

আবেদন শুরুর তারিখঃ ১৩ অক্টোবর ২০২৩ খ্রিঃ 
আবেদনের শেষ তারিখঃ ০৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ 

লিখিত পরীক্ষার তারিখ / সময় / কেন্দ্র পরবর্তীতে এসএমএস ও ই - মেইলের এর মাধ্যমে জানানো হবে।

মেরিন একাডেমি ভর্তি সার্কুলার ২০২৩


বিশেষ নির্দেশনাঃ সরকারি মেরিন একাডেমি হতে পাশকৃত ক্যাডেটদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্ব স্ব একাডেমি সকল ধরনের সহযোগিতা করবে । বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে।

শিক্ষাগত যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি ইত্যাদি সহ আরও বিস্তারিত তথ্যের জন্য নিচের PDF টি দেখুন।
Post a Comment (0)
Previous Post Next Post